আজকাল ওয়েবডেস্ক : আম আদমির পকেটে চাপ বাড়িয়ে বাড়তে চলেছে এটিএম ব্যবহারের খরচ। কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রি বা সিএটিএমআইয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে প্রতি লেনদেনের জন্য ধার্য খরচ বৃদ্ধি করে ২৩ টাকা করা হোক। ২০২১ সালে শেষ বার এই খরচ বৃদ্ধি করা হয়।২০২১ সালে সরকারের তৈরি নিয়ম বাবদ খরচ বৃদ্ধি করে প্রতি লেনদেনে ১৫ টাকা করা হয়েছিল। এবার তা বাড়তে চলেছে আরেক ধাপ। আরবিআই প্রতিটি ব্যক্তিকে নিজের ব্যাঙ্কের এটিএম থেকে পাঁচটি এবং অন্য ব্যাঙ্কের এটিএম থেকে তিনটি লেনদেন বিনামূল্যে করতে অনুমোদন দেয়। তার পর প্রতিটি লেনদেনের ক্ষেত্রে বাড়তি অর্থ গুনতে হয় গ্রাহকদের।সিএটিএমআই-এর তরফে বলা হয়েছে ব্যবসায় বেশি অর্থ আনার উদ্দেশ্যেই এই খরচ বৃদ্ধির প্রস্তাব। কিন্তু নয়া এই প্রস্তাবে ছাড়পত্র পেলে গ্রাহকদের উপর চাপ অনেকটাই বাড়বে।