• পাঁচ থেকে সাত দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা, জানাল আবহাওয়া দপ্তর...
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। ১৮ জুন থেকে ২০ জনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পূর্ব থেকে পশ্চিম একটি অক্ষরেখা রয়েছে যেটি উত্তরপ্রদেশ থেকে মেঘালয় পর্যন্ত আসাম এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে গেছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহার ও উত্তরবঙ্গের ওপর। মূলত, এর টানেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
  • Link to this news (আজকাল)