• Death: আনন্দপুরে উদ্ধার অজ্ঞাতপরিচয়ের দেহ
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় উদ্ধার হল অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। আনন্দপুরের কাছে একটি খাল থেকে উদ্ধার হয়েছে দেহটি। শুক্রবার আনন্দপুরে একটি বেসরকারি হাসপাতালের অদূরে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মহিলার পরিচয় যেমন এখনও জানা যায়নি, তেমন জানা যায়নি কীভাবে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রাও কেউ ওই দেহ শনাক্ত করতে পারেননি। দেহ উদ্ধারের পর সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের। রিপোর্ট থেকেই জানা যাবে কীভাবে ঘটেছে এই মৃত্যু। উল্লেখ্য, গতমাসে আনন্দপুর থেকেই উদ্ধার হয়েছিল বছর ৩৫-৪০-এর মনীষা বাগ নামের এক মহিলার দেহ। ভাড়াবাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছিল তাঁর দেহ।
  • Link to this news (আজকাল)