• T20 World Cup: বিশ্বকাপের মাঝে দেশে ফেরানো হচ্ছে দু'জন তারকা ক্রিকেটারকে! ...
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সুপার এইটে চলে গিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজে পরের পর্বে নামার আগে ফ্লোরিডায় কানাডার মুখোমুখি হবেন রোহিতরা। এবার টি-২০ বিশ্বকাপের মাঝে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে দু'জন ক্রিকেটারকে। একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ১৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর দু'জনকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এই দু'জন হলেন শুভমন গিল এবং আবেশ খান। রিজার্ভ দলের অঙ্গ তাঁরা। তবে রিজার্ভে থাকা আরও দুই ক্রিকেটার রিঙ্কু সিং এবং খলিল আহমেদকে রেখে দেওয়া হচ্ছে। বর্তমানে চারজনই ভারতীয় দলের সঙ্গে ফোর্ট লাউডারডেলে রয়েছে। যেকোনও বড় টুর্নামেন্টের ক্ষেত্রে কয়েকজন রিজার্ভ ক্রিকেটারকে রাখা হয়। কেউ চোট পেলে তাঁদের জায়গায় রিজার্ভ দল থেকে কাউকে নেওয়া হয়। রিঙ্কুর থেকে যাওয়ার অর্থ, এখনও তাঁর ওপর বিশ্বাস রাখছে টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্ব এখনও বাকি। কেউ চোট পেলে, তাঁর জায়গায় বিশ্বকাপে রিঙ্কুর অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম দুই ম্যাচে শিবম দুবের পারফরম্যান্সের পরই হয়তো রিঙ্কুকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলে চারজন স্পিনার নিয়ে গিয়েছে ভারত। অথচ প্রধান দুই স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল এখনও সুযোগ পাননি। কারণ নিউইয়র্কে যে তিনটে ম্যাচ হয়েছে, সবকটাই নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। যার পিচ পেস সহায়ক। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে স্পিনারকে দিয়ে মাত্র তিন ওভার বল করান রোহিত। তবে ওয়েস্ট ইন্ডিজের মন্থর পিচে স্পেশালিস্ট স্পিনার খেলানো হতে পারে। 
  • Link to this news (আজকাল)