• Euro 2024: বিশ্বকাপের মাঝেই শুরু ইউরো, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি জার্মানি-স্কটল্যান্ড...
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ঘণ্টা দুয়েকের অপেক্ষা। টি-২০ বিশ্বকাপের মাঝেই শুরু হয়ে যাচ্ছে ইউরো কাপ। বিশ্বকাপের পর আন্তর্জাতিক আঙিনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ফুটবল টুর্নামেন্ট। ইউরোর ১৭তম সংস্করণে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি জার্মানি এবং স্কটল্যান্ড। ১৯৮৮ সালের পর এই প্রথম গোটা টুর্নামেন্ট জার্মানিতে অনুষ্ঠিত হবে। ২০০৬ ফিফা বিশ্বকাপের পর হিটলারের দেশে কোনও বড় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হয়নি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নামবে ইতালি। গ্রুপ বি গ্রুপ অফ ডেথ। ইতালির পাশাপাশি রয়েছে স্পেন, ক্রোয়েশিয়া এবং আলবেনিয়া। জীবনের শেষ ইউরো খেলার জন্য অবসর ভেঙে ফিরেছেন টোনি ক্রুস। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লুকা মদ্রিচেরও শেষ ইউরো। এবারও একই ফরম্যাট থাকছে। ছয় গ্রুপ থেকে সেরা দুটো দল পরের রাউন্ডে যাবে। চারটে তৃতীয় সেরা দল শেষ ষোলোয় যাবে। এরপর হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। ১৫ জুলাই বার্লিনের অলিম্পিয়াস্টেডিঅনে হবে ফাইনাল। জার্মানির মোট দশটি স্টেডিয়ামে হবে ইউরোর ম্যাচগুলো। তারমধ্যে ন'টি স্টেডিয়ামে ২০০৬ বিশ্বকাপের ম্যাচ হয়েছে। শুধু এই তালিকায় নেই ডাসেলডর্ফের মার্কুর স্পিল এরিনা। প্রত্যেক স্টেডিয়ামে ৪৫০০০ এর বেশি দর্শক ধরে। এখনও পর্যন্ত জার্মানি এবং স্পেন যৌথভাবে সবচেয়ে বেশি ইউরো কাপ জিতেছে। দু'দলই তিনবার চ্যাম্পিয়ন হয়। ১৯৭২ এবং ১৯৮০ সালে পশ্চিম জার্মানি হিসেবে, এবং ১৯৯৬ সালে জার্মানি হিসেবে। ১৯৬৪ সালে প্রথমবার ইউরো জেতে স্পেন। এরপর স্প্যানিশ ফুটবলের স্বর্ণযুগে পরপর ২০০৮ এবং ২০১২ সালে জেতে। একবার করে জিতেছে পর্তুগাল, গ্রিস, ডেনমার্ক, নেদারল্যান্ডস, চেকোস্লাভাকিয়া এবং সোভিয়েত ইউনিয়ন। ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোল সংখ্যা ১৪। বাকিদের থেকে পাঁচ গোল বেশি। ৯ গোল করে দ্বিতীয় স্থানে মিশেল প্লাতিনি। ১৯৮৪ সালে ফ্রান্সের প্রথম ইউরো জয়ে সবগুলো গোল করেন তারকা ফুটবলার। এবার সেই রেকর্ড ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন আতোঁয়া গ্রিজম্যান। সাত গোল করে অ্যালান শিয়ারারের সঙ্গে এই তালিকায় তৃতীয় স্থানে ফরাসি তারকা। 
  • Link to this news (আজকাল)