Gujarat: বোরওয়েলে পড়ে গিয়েছিল দেড় বছরের শিশুকন্যা, ১৫ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা গেলেও বাঁচানো গেল না...
আজকাল | ১৫ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: গুজরাটে ৫০ ফুট গভীর বোরওয়েলে পড়ে গিয়েছিল দেড় বছরের শিশুকন্যা। ১৫ ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি। গুজরাটের অমরেলি জেলার সুরগাপারা গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গেছে সেখানকার বাসিন্দা ভানু কাকাদিয়া নামে এক কৃষকের চাষের জমিতে নলকূপ বসানোর কাজ চলছিল। অন্যদিনের মতোই কূপের আশপাশে খেলা করছিল কয়েকটি শিশু। আচমকাই তাদের মধ্যে একটি দেড় বছরের শিশুকন্যা শুক্রবার আচমকাই পড়ে যায় গর্তে। খবর যায় প্রশাসনের কাছে। হাজির হয় উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ। দমকল বিভাগের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের একটি দল হাজির হয় ঘটনাস্থলে। ভিতরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে শিশুটিকে শ্বাসকষ্টের হাত থেকে বাঁচানোর চেষ্টা করা হতে থাকে। কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডাকা হয়। শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ শিশুটি বোরওয়েলে পড়ে গিয়েছিল। শনিবার ভোর ৫টা ১০ মিনিট নাগাদ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হল না।