প্ররোচনামূলক বক্তব্য রাখার অভিযোগ, লেখিকার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিলেন দিল্লির উপরাজ্যপাল...
আজকাল | ১৫ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপিএ-র আওতায় লেখিকা অরুন্ধতি রায়ের বিরুদ্ধে মামলা রুজু করার অনুমোদন দিলেন দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। ২০১০ সালে নিউ দিল্লিতে একটি অনুষ্ঠানে কথিতভাবে প্ররোচনামূলক বক্তব্য রাখার জন্য অরুন্ধতি রায়ের পাশাপাশি কাশ্মীর সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক ডঃ শেখ শওকত হুসেন এর বিরুদ্ধেও ইউএপিএ আইনে মামলা রুজু করার ছাড়পত্র দেওয়া হয়েছে। সুশীল পন্ডিত নামে এক সমাজকর্মী ২০১০ সালে দিল্লিতে এক অভিযোগ দায়ের করেন। তাঁর ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া বলে জানা গিয়েছে।