• Basirhat: ‌‌বসিরহাটে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি, তাজা বোমা উদ্ধার...
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ শুক্রবার রাতে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। জানা গেছে, বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চলে। স্থানীয় সূত্রে খবর, আলতাফ মালি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। ঠিকাদারির কাজ করতেন তিনি। রাতে একটি দোকানে এসেছিলেন। কেনাকাটার সময় আচমকাই পিছন থেকে এসে আলতাফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। সে সময়ই অভিযুক্ত সঙ্গে থাকা ব্যাগ এলাকারই একটি দোকানের সামনে ফেলে পালান বলে অভিয়োগ। স্থানীয়দের দাবি, ওই ব্যাগে কয়েকটি তাজা বোমা ছিল। খবর যায় বসিরহাট থানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে বোমা ভর্তি ব্যাগ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় আলতাফকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আলতাফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে রেফার করা হয়। জানা গেছে আলতাফের কোমরের ডান পাশের উপরে গুলি লাগে। এদিকে, ঘটনার পর দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। ন্যাজাট রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
  • Link to this news (আজকাল)