• Left: রাজ্যে তিন কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট...
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের পরপরই রাজ্যে চার কেন্দ্রে বিধানসভা উপনিবার্চনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এক ভোটের ধাক্কা মিটিয়ে আর এক এক ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে চার কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বামফ্রন্ট। একটি কেন্দ্রে লড়বে কংগ্রেস। শুক্রবার বামেদের বৈঠকের পর এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্য বামফ্রন্টের তরফে জানানো হয়েছে, রায়গঞ্জ বিধানসভা ছেড়ে দেওয়া হয়েছে কংগ্রেসের হাতে। সেখানে কে লড়বেন তা কিছুদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে কংগ্রেসের তরফে। অন্যদিকে, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলায় প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে বাম। মানিকতলা থেকে করবেন বামেদের কলকাতা জেলা কমিটির সদস্য রাজীব মজুমদার। রানাঘাট দক্ষিণ থেকে প্রার্থী করা হয়েছে অরিন্দম বিশ্বাসকে। বাগদা কেন্দ্র থেকে লড়বেন ফরওয়ার্ড ব্লকের গৌরাদিত্য বিশ্বাস।
  • Link to this news (আজকাল)