• শুভেন্দু-দিলীপের মুখোমুখি সাক্ষাৎ কি শনিবার' কী হতে পারে বৈঠকে' চলছে নানা জল্পনা ...
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অষ্টাদশ লোকসভা নির্বাচনের পর শনিবারই হতে পারে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর মুখোমুখি সাক্ষাৎকার। বৈঠকে থাকতে পারেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ও এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। আপাতত দিল্লিতে থাকলেও বৈঠকের আগেই সুকান্ত কলকাতায় ফিরছেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। এবারের লোকসভা নির্বাচনের পর শনিবারই প্রথম বৈঠকে বসছে রাজ্য বিজেপির শীর্ষ কমিটি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি যেরকম সাড়া জাগানো ফল করেছিল ২০২৪-এর নির্বাচনে সেই ফল বিজেপি করতে পারেনি। আসনসংখ্যাও গতবারের থেকে কমে যায়। হেরে যান প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি স্বয়ং দিলীপ ঘোষও। হার এবং রাজ্যে এই দলীয় বিপর্যয়ের পর প্রকাশ্যেই মুখ খোলেন দিলীপ। জায়গা পরিবর্তন করে তাঁকে ভোটে লড়ানো এবং দলের মধ্যে পুরনোদের গুরুত্ব না দেওয়া নিয়ে রীতিমতো ক্ষুব্ধ দিলীপ প্রকাশ্যেই নানা মন্তব্য করেন। নিজের সামাজিক মাধ্যমেও তিনি লিখেছিলেন 'ওল্ড ইজ গোল্ড'। যা তিনি নতুনদের কটাক্ষ করেই লিখেছিলেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতামত। নাম না করলেও তাঁর সমালোচনার লক্ষ্য যে শুভেন্দু এটা স্পষ্ট হয়ে যায়। কিছুটা ভাগও হয়ে যায় শুভেন্দু ও দিলীপ শিবির। ফলাফল ঘোষণার পর মাঝে কিছুটা সময় পেরিয়ে গেলেও দুই শিবিরের দ্বন্দ্ব এখনও মেটেনি বলেই সূত্র অনুযায়ী জানা যায়। এই পরিস্থিতিতে দুই নেতার মুখোমুখি সাক্ষাৎ বা আদৌ সাক্ষাৎ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। ফলে শনিবারের বৈঠকের দিকে বিজেপি নেতা- কর্মী ছাড়াও তাকিয়ে রাজ্য রাজনৈতিক মহল।
  • Link to this news (আজকাল)