• আমেরিকার সঙ্গে পেট্রোডলার চুক্তির অবসান সৌদি আরবের
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল তাৎপর্যপূর্ণ পেট্টোডলার চুক্তির অবসান ঘটাল সৌদি আরব। গত ৯ জুন চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। নতুন করে চুক্তি নবীকরণ করেনি সৌদি কর্তৃপক্ষ। ফলে দীর্ঘ ৫০ বছরের পেট্টোডলার ব্যবস্থার ইতি ঘটল। এই  চুক্তির অবসানের ফলে সৌদি আরব এখন নিজেই অপরিশোধিত তেল বিক্রি করতে পারবে। অর্থাৎ মার্কিন ডলারের বদলে চীনা আরএমবি, ইউরো, ইয়েন, এবং ইউয়ানসহ বিভিন্ন মুদ্রায় তেল বিক্রি করবে পারবে সৌদি আরব। পেট্রোডলার কোনও মুদ্রার নাম নয়। অপরিশোধিত তেল রফতানি মার্কিন ডলারে হয় বলে এর এই নামকরণ হয়েছে। আমেরিকা ১৯৭০-এর দশকে এই সুবিধাটি লাভ করে। মধ্যপ্রাচ্যের তেল রফতানিকারক দেশগুলি ওই সময় থেকে কেবল মার্কিন ডলারের মাধ্যমে তেল রফতানি করে আসছে। ফলে বিশ্ব অর্থনীতি এবং রাজনীতিতে ডলার বিশেষ গুরুত্ব পেয়ে যায়। এখন এই চুক্তির অবসানের ফলে বিশ্ব অর্থনীতির অবস্থা বদলে যেতে পারে। পেট্রোডলার নবীকরণ না হওয়ায় বিশ্বের রিজার্ভ কারেন্সিতে মার্কিন ডলারের আধিপত্য দুর্বল হয়ে পড়তে পারে। এরফলে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ডলারের চাহিদা কমে যেতে পারে।
  • Link to this news (আজকাল)