• CHINA: চীনে ‘মি-টু’ আন্দোলনকারী মহিলা সাংবাদিকের ৫ বছরের কারাদণ্ড...
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  চীনে ‘মি-টু’ আন্দোলনের জন্য পরিচিত এক মহিলা সাংবাদিককে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোফিয়া হুয়াং জুয়েনকিং নামে ওই মহিলাকে শুক্রবার চীনের একটি আদালত দোষী সাব্যস্ত করেন এবং সাজা দেন। বিচার শুরু হওয়ার ১০ মাস পর তার সাজা হল। হুয়াংয়ের সঙ্গে বিচারে থাকা শ্রম অধিকারকর্মী ওয়াং জিয়ানবিংকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩৬ বছর বয়সী হুয়াং চীনে ‘মি-টু’ আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর ছিলেন। তিনি যৌন নিপীড়নের শিকারদের নিয়ে চাঞ্চলকর খবর প্রকাশ করেন। তবে সমগ্র বিচার প্রক্রিয়াটি ছিল রুদ্ধদ্বার। সমর্থকরা বলছেন, সামাজিক সমস্যা নিয়ে আলোচনা জন্য তরুণদের নিয়ে নিয়মিত সভা ও ফোরাম আয়োজন করায় তাঁদের আটক করা হয়েছিল। ২০২১ সালে ব্রিটেনে পড়াশোনা করতে যাওয়ার সময় সোফিয়া হুয়াং জুয়েনকিং আটক হন।
  • Link to this news (আজকাল)