• আজও বৃষ্টির সম্ভাবনা, নিয়মরক্ষার ম্যাচে নজরে কোহলি
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তিন ম্যাচে তিনটে জয় নিয়ে সুপার এইটে চলে গিয়েছে রোহিতরা। শনিবার কানাডার বিরুদ্ধে শুধুই নিয়মরক্ষার ম্যাচ। এই ম্যাচের রেজাল্টের ওপর কিছু নির্ভর করবে না। তবে জয়ের অভ্যাস ধরে রাখতে চাইবেন ভারত অধিনায়ক। নিউইয়র্ক পর্ব মিটিয়ে ফ্লোরিডায় ভারতীয় দল। শুক্রবার এখানেই মার্কিন যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে যায়। সুতরাং, ভারতের ম্যাচেও তেমন সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে খেলা হলে এটা বিরাট কোহলির কাছে বড় চ্যালেঞ্জ। নিউইয়র্কের তিন ম্যাচে ডাহা ব্যর্থ। একটি শূন্য, দুটো এক ডিজিটের রান। আইপিএলে ওপেনিংয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হলেও দেশের জার্সিতে ওপেন করতে নেমে পুরো ফ্লপ কোহলি। ওয়েস্ট ইন্ডিজে সুপার এইটের ম্যাচে নামার আগে ওপেনার বিরাটের কাছে এটাই শেষ সুযোগ হতে পারে। বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩ ম্যাচে তাঁর রান ৫। যা কোহলির থেকে একেবারেই প্রত্যাশিত নয়। জাতীয় দলের হয়ে তিন নম্বরে নেমেই সবচেয়ে সফল তিনি। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, ব্যাটিং পজিশন বদলানোর জেরেই এই ব্যর্থতা কিনা। তাই কানাডার বিরুদ্ধেও ওপেনিংয়ে বিরাট রান না পেলে হয়তো পরিকল্পনা বদলাতে হবে ভারতীয় দলকে। সেক্ষেত্রে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সুপার এইটের ম্যাচগুলোতে রোহিতের সঙ্গে ওপেনিংয়ে ফিরতে পারেন যশস্বী জয়েসওয়াল। তাই ম্যাচটা গুরুত্বহীন হলেও কোহলির দিকে যাবতীয় নজর থাকবে। সুপার এইটের লড়াই শুরুর আগে তাঁকে রানের মধ্যে দেখতে চাইছে সকলে। দল সুপার এইটে চলে গেলেও ব্যাটিংয়ে কোনও পরিবর্তন হবে না। তবে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁকে বিশ্রাম দিয়ে কি কুলদীপ যাদব বা যুজবেন্দ্র চাহালকে খেলানো হবে? ওয়েস্ট ইন্ডিজের পিচ অনেক মন্থর। সেখানে স্পিনারদের কার্যকারিতা বেশি। তাই কানাডা ম্যাচে একজন স্পিনারকে খেলিয়ে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে পাশাপাশি উইনিং কম্বিনেশন নাও ভাঙতে চাইতে পারেন রোহিত। 
  • Link to this news (আজকাল)