আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রীসহ গাড়ি গিয়ে পড়ল খাদে। ঘটনাস্থলেই মৃত ৮। ঘটনাটি ঘটেছে ঋষিকেশ বদ্রীনাথ হাইওয়ের কাছে রুদ্রপ্রয়াগে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মৃতদের আত্মার শান্তি কামনা করি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই প্রার্থনা করছি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগায় এসডিআরএফের টিম। যাত্রীরা সকলেই দিল্লি এবং গাজিয়াবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে।