• Arvind Kejriwal: কেজরি সংক্রান্ত শুনানির ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়ার নির্দেশ আদালতের...
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ আবগারি দুর্নীতি মামলায় শুনানিপর্বের ভিডিও রেকর্ডিং সামাজিক মাধ্যম থেকে তুলে নেওয়ার নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী ছাড়াও এই রেকর্ডিং মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে ফেসবুক, ইউটিউবকে। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তারির পর ২৮ মার্চ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে একটি বক্তব্য রাখেন কেজরি। যে বক্তব্যের ভিডিও রেকর্ডিং করে রেখেছিলেন কেজরির স্ত্রী সুনীতা। যা পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। জনস্বার্থ মামলায় মামলাকারীর তরফে প্রশ্ন তোলা হয়, যখন এই বক্তব্যটি কেজরি পেশ করেন, তখন তিনি পুলিশ হেফাজতে ছিলেন। আদালতের শুনানিপর্বের সেই অংশের ভিডিও রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভিডিও কনফারেন্সিং রুল ভঙ্গ করা হয়েছে বলে জনস্বার্থ মামলায় দাবি করা হয়। এরপরই দিল্লি হাইকোর্ট ভিডিও রেকর্ডিং সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার নির্দেশ দিল। আদালত ২৮ মার্চ সংক্রান্ত সব পোস্টগুলিকে মুছে ফেলতেও সামাজিক মাধ্যমগুলিকেও নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ৯ জুলাই।
  • Link to this news (আজকাল)