• ‌ছত্তিশগড়ে যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম আট মাওবাদী, শহিদ এক জওয়ান ...
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ছত্তিশগড়ে যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম আট মাওবাদী। শহিদ এক জওয়ানও। শনিবার সকালে বস্তার ডিভিশনের নারায়ণপুর জেলার অবুঝমাড়ের জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াই শুরু হয় মাওবাদীদের। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে মাওবাদী গেরিলা বাহিনী পিএলজিএ–র গতিবিধির খবর এসেছিল নারায়ণপুর, দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমানাবর্তী পাহাড় ও জঙ্গলঘেরা এলাকা থেকে। এরপরই তল্লাশি অভিযানে নামে ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপ (ডিআরজি), ছত্তিশগড় পুলিশের মাওবাদী দমনের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল টাস্ক ফোর্স এবং কেন্দ্রীয় আধাসেনা আইটিবিপি–র যৌথবাহিনী। জানা গেছে সকাল থেকে শুরু হওয়া গুলির লড়াই এখনও চলছে। সংঘর্ষে এখনও অবধি আট মাওবাদী খতম হয়েছে। এক জওয়ান শহিদ হয়েছেন। আহত আরও দু’‌জন। 
  • Link to this news (আজকাল)