• PK: মোদির পা ধরে নীতীশ সমগ্র বিহারকে লজ্জিত করেছেন: প্রশান্ত কিশোর...
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে কটাক্ষ করলেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তিনি বলেন, সাধারণ মানুষ যদি প্রশ্ন করে কেন তিনি নীতীশ কুমারের সমালোচনা করছেন, তবে তার উত্তর হল তিনি মোদির পা ধরে নিজের ক্ষমতা ধরে রাখতে মরিয়া। এরফলে তিনি সমগ্র বিহারকে লজ্জিত করেছেন। কিন্তু তিনি যখন নীতীশ কুমারের সঙ্গে কাজ করেছিলেন তখন তাঁর অন্য ধরণের মানসিকতা ছিল। প্রশান্ত কিশোর আরও বলেন, রাজ্যের একজন নেতা গোটা রাজ্যের গর্ব। কিন্তু মোদির পায়ে পড়ে নীতীশ বিহারকে লজ্জায় ফেলে দিয়েছেন। প্রসঙ্গত, নীতীশ কুমারের জেডিইউ এবারের লোকসভা নির্বাচনে ১২ টি আসন জিতেছে। এনডিএ সরকার গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে নীতীশের দল। নীতীশকে খোঁচা দিয়ে প্রশান্ত কিশোর আরও বলেন, ২০২৫ বিধানসভা ভোটে ফের ক্ষমতায় আসার জন্য এখন থেকেই বিজেপির সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখছে নীতীশ। 
  • Link to this news (আজকাল)