• KHARGE: এনডিএ সরকার যেকোনও সময় পড়ে যাবে: খাড়গে
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু থেকে ফের একবার এনডিএ সরকারকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, ভুল করে সরকার তৈরি করে ফেলেছে এনডিএ। সংখ্যাগরিষ্ঠতা না পেয়েই সরকার গঠন করা হয়েছে। এই সরকার যেকোনও সময় পড়ে যাবে। আমরা আমাদের কাজ করে যাব। দেশের মানুষের হয়ে কথা বলবে ইন্ডিয়া জোট। প্রসঙ্গত, ৫৪৩ টি আসনের মধ্যে এনডিএ জিতেছে ২৯৩ টি আসন। দুবার সংখ্যাগরিষ্ঠ হলেও এবার বিজেপির কপালে জুটেছে ২৪০ টি আসন। যদিও জোটের সহায়তায় ২৭২ ম্যাজিক ফিগার পার করে সরকার গঠন করেছে এনডিএ শিবির। এই জোটের প্রধান কারিগরের মধ্যে রয়েছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি, যারা ১৬ টি আসন জিতেছে। নীতীশ কুমারের জেডিইউ, যারা ১২ টি আসন জিতেছে। একনাথ শিন্ডের শিবসেনা, যারা ৭ টি আসন জিতেছে এবং চিরাগ পাসোওয়ানের লোক জনশক্তি পার্টি যারা ৫ টি আসন জিতেছে। 
  • Link to this news (আজকাল)