• ‌‌প্রাকৃতিক বিপর্যয়ে সিকিমে আটকে বাংলার পর্যটকরা, হেল্পডেস্ক চালু করল নবান্ন ...
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সিকিমে আটকে পড়া বাংলার পর্যটকদের জন্য হেল্পডেস্ক চালু করল নবান্ন। শুক্রবার কালিম্পঙের জেলাশাসকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব সিকিম জেলার রংপোতে পর্যটকদের উদ্ধারের কাজ তদারকির জন্য তৈরি হয়েছে একটি হেল্পডেস্ক। সেই ডেস্কের দুই আধিকারিক রবি বিশ্বকর্মা (৮৭৬৮০৯৫৮৮১) এবং পুষ্পজিৎ বর্মণের (৯০৫১৪৯৯০৯৬) মোবাইল নম্বরও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, টানা বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত সিকিম। লাচুংয়ের সঙ্গে গোটা রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ১২০০ পর্যটক আটকে রয়েছেন। তাঁদের অধিকাংশই পশ্চিমবঙ্গের। রয়েছেন বিদেশি পর্যটকও। পর্যটকদের দ্রুত উদ্ধার করাই প্রশাসনের এখন প্রধান লক্ষ্য। আবহাওয়া ভাল হলে যাতে তাঁদের বিমানে উদ্ধার করা যায়, তার জন্য ইতিমধ্যেই সিকিমের মুখ্যসচিব কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছেন। সড়কপথেও কীভাবে পর্যটকদের উদ্ধার করা সম্ভব, সেদিকটাও দেখা হচ্ছে। 
  • Link to this news (আজকাল)