• POND: বহরমপুরের অদূরে ভরাট হয়ে যাচ্ছে প্রাচীন পুকুর, প্রশাসন উদাসীন ...
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : প্রকাশ্য দিবালোকে বহরমপুর শহরের অদূরে হাতিনগর গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে ভরাট হয়ে যাচ্ছে বহু প্রাচীন একটি পুকুর। কিন্তু সব জেনেও কোনও এক অজানা কারণে নীরব দর্শকের ভূমিকা রয়েছে স্থানীয় কংগ্রেস-বিজেপি জোট পরিচালিত হাতিনগর গ্রাম পঞ্চায়েত। আর পুকুর ভরাটের কাজে নিযুক্ত জমি মাফিয়াদের ভয়ে কোথাও অভিযোগ জানাতে পারছেন না গ্রামবাসীরা। সেই সুযোগ নিয়ে গত ২০-২৫ দিন ধরে রোজ প্রায় সকাল থেকে সন্ধে পর্যন্ত ট্রাক্টরে করে মাটি এনে ওই পুকুরটি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শিবপুর গ্রামে একটি বহু প্রাচীন পুকুর রয়েছে। সরকারি খাস জমি এবং কিছুটা ব্যক্তিগত জমিতে অবস্থিত ওই পুকুরটি একদিকে যেমন এলাকার জল নিকাশির কাজে ব্যবহৃত হয়, অন্যদিকে স্থানীয় কিছু চাষি বর্ষার পর এই পুকুরে জমে থাকা জলে পাট জাগ দিয়ে পচান। বিগত ২০-২৫ দিন ধরে হঠাৎই দেখা যায় কিছু লোক সকাল থেকে সন্ধে পর্যন্ত ওই পুকুরে ট্রাক্টরে করে মাটি-বালি-রাবিশ এনে ফেলছে। পুকুরটির বেশিরভাগ অংশ ইতিমধ্যেই ভরাট হয়ে গেছে। পুকুর ভরাটের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এলাকায় এতটাই প্রভাবশালী যে তাঁদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস করছেন না। এলাকার গুরুত্বপূর্ণ এই জলাভূমিটি বন্ধ হয়ে গেলে বর্ষার সময় গ্রামে জল জমার সমস্যা হতে পারে। শিবপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্যা পিংকি বিশ্বাস দাসের স্বামী সুদীপ দাস বলেন," ওই পুকুরের পাড় ভেঙে যাচ্ছিল এবং তার ফলে পঞ্চায়েতের তৈরি করা রাস্তাও ভেঙে যাচ্ছিল। সেই কারণে স্থানীয় বাসিন্দারা অসুবিধার মধ্যে পড়ছিলেন। সবদিক বিবেচনা করে শিবপুর সমাজ কমিটি সিদ্ধান্ত নেয় পুকুরটি বুঝিয়ে ফেলে সেখানে একটি শিশু উদ্যান করা হবে। সমাজের সকলে মিলে এই সিদ্ধান্ত নেওয়াতে আমি তার প্রতিবাদ করিনি।" যদিও ওই এলাকাতে পুকুর ভরাটের খবর অস্বীকার করেছেন হাতিনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান কৃষ্ণ মাঝি। তিনি বলেন," ওই পুকুরটি মাছ চাষের অযোগ্য হয়ে পড়েছিল। সেই কারণে স্থানীয় বাসিন্দারা সিদ্ধান্ত নিয়ে পুকুরটি সংস্কার করছেন।" তবে পুকুরে মাটি ফেলে সেটিকে বুজিয়ে কিভাবে সংস্কার কাজ করা হচ্ছে এই প্রশ্ন পঞ্চায়েত প্রধানকে করলে তিনি বলেন,"সবই স্থানীয় সমাজ সিদ্ধান্ত নিয়ে করেছে। আমি এর বেশি কিছু জানি না।"তৃণমূল কংগ্রেসের বহরমপুর (পূর্ব) ব্লক সভাপতি রাজেন্দ্র ঘোষ বলেন,"পুকুর ভরাটের বিষয়টি আমার জানা নেই। তবে আইন বহির্ভূত কোনও কাজ করলে আমরা প্রশাসনকে বলব দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। "
  • Link to this news (আজকাল)