• Belgharia: ‌বেলঘরিয়ায় ব্যবসায়ীকে খুনের চেষ্টা!‌ গাড়ি লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা...
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বেলঘরিয়ায় দিনে দুপুরে শুট আউট। শনিবার এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে চলল গুলি। জানা গেছে বিটি রোডের ধারে রথতলায় একটি দামি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পর পর আট রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার পর পরই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, দুটি বাইক থেকে গাড়িটি লক্ষ্য করে গুলি চালানো হয়। জানা গেছে, গাড়িতে তখন ওই ব্যবসায়ী ছিলেন। খড়দার ওই ব্যবসায়ী কলকাতা থেকে ফিরছিলেন। বেলঘরিয়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ওই ব্যবসায়ীর গাড়ির শোরুম রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বেলঘরিয়া থানার পুলিশ। গাড়িতে গুলির দাগ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। কেন এই হামলা, খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে ওই ব্যবসায়ীর নাম অজয় মণ্ডল। ওই ব্যবসায়ীর অভিযোগ, বেশ কয়েকদিন ধরে তাঁর কাছ থেকে কিছু টাকা চাইছিল তোলাবাজরা। সেই টাকা দেননি তিনি। সে আক্রোশেই গুলি চলেছে বলেই দাবি ব্যবসায়ীর। 
  • Link to this news (আজকাল)