• National Parks: ‌‌১৬ জুন থেকে বন্ধ থাকবে রাজ্যের সব জাতীয় উদ্যান ও অভয়ারণ্য, খুলবে কবে?‌ ...
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রবিবার অর্থাৎ ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর অবধি বন্ধ থাকবে রাজ্যের সব ন্যাশনাল পার্ক ও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তিন মাসের জন্য বন্ধ থাকবে অভয়ারণ্যগুলি। এই সময়ে পর্যটকদের বনে প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি বন্ধ থাকবে জঙ্গল সাফারি ও হাতি সাফারি। যদিও প্রতিবছরই এই সময়ে বন্ধ করে দেওয়া হয় রাজ্যের ন্যাশনাল পার্ক ও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলি। মূলত অঙ্কুরোদগম, বন্যপ্রাণের মিলন ও বংশবৃদ্ধির সময় হচ্ছে বর্ষাকাল। সেই জন্যই এই সময় বনাঞ্চলে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে বনদপ্তর। সেই অনুযায়ী, এই বছরও জঙ্গল বন্ধ করার বিজ্ঞপ্তি দিল বনদপ্তর। সেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প ও জলদাপাড়া জাতীয় উদ্যান সহ সব উদ্যানগুলিতে। নির্দেশিকা পাঠানো হয়েছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, সিঞ্চল ন্যাশনাল পার্ক, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। 
  • Link to this news (আজকাল)