Smart Panchayet 2.0: পঞ্চায়েতের সমস্ত সমস্যা সমাধান করতে চালু 'স্মার্ট পঞ্চায়েত ২.০'...
আজকাল | ১৫ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: গ্রামের দিকে ইন্টারনেট পরিষেবা আগের থেকে যথেষ্ট ভাল। ইন্টারনেট পরিষেবাকে হাতিয়ার করে 'স্মার্ট পঞ্চায়েত ২.০' চালু করল রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। পঞ্চায়েতের সমস্ত সমস্যার সমাধান হবে এবার থেকে মোবাইলেই। 'স্মার্ট পঞ্চায়েত ২.০' প্রকল্পে আওতায় চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাটবট। সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবার সম্পর্কে নিয়ে এসেই তথ্য পাবেন এখান থেকে। পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের তরফে দেওয়া হয়েছে একটি হেল্পলাইন নম্বরও। নম্বরটি হল ৬২৯১২৬৫৮৫৪। ট্রেড এনওসি, বাড়ি তৈরির অনুমোদন সংক্রান্ত শংসাপত্র, বাণিজ্যিক বিষয়ে এনওসি থেকে শুরু করে গেস্ট হাউস বুকিং এ বাতিল সংক্রান্ত মেসেজ, অভিযোগ জানানোর সুবিধে, অ্যাকশন টেকেন রিপোর্ট দেখা সমস্ত বিষয় এখন হাতের মুঠোয়। স্মার্ট পঞ্চায়েত নিয়ে শুক্রবার ধন্যধান্য অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল একটি বৈঠক।