Cylinder Blast: মহেশতলায় বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, আহত একাধিক
আজকাল | ১৫ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মহেশতলায় সিলিন্ডার বিস্ফোরণ। আহত অন্তত পাঁচ। শনিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ১১ নম্বর ওয়ার্ডের সরকারপাড়ায়। একটি চার তলা বাড়িতে পরপর দু’বার সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে আগুন লেগে যায়। ঘটনাস্থলে আসে দমকল। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা স্পষ্ট নয়। জানা গেছে ওই বাড়িটির চার তলায় সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই বাড়ির মালিক গুরুতর জখম হন। এ ছাড়া আরও দু’জন জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সিলিন্ডার বিস্ফোরণের ফলে ওই বাড়িটির দেওয়াল ভেঙে তার একাংশ রাস্তায় পড়ে যায়। তার আঘাতেও জখম হন রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ জন। ভেঙে পড়ে বাড়ির গ্রিলও। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় বিস্ফোরণের জেরে লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান এলাকার কাউন্সিলর। সিইএসসির আধিকারিকরাও ওই বাড়িতে যান। তবে ঘটনায় চার তলা বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।