• ভোট পরবর্তী হিংসার খতিয়ান নিতে রাজ্যে আসছে বিজেপির টিম
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  রাজ্যে ভোট পরবর্তী হিংসার খতিয়ান নিতে আসছে বিজেপির বিশেষ প্রতিনিধি দল। একটি প্রেস বিবৃতি দিয়ে বিজেপি জানিয়েছে, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন। তাঁরাই বাংলায় এসে হিংসার কারণ অনুসন্ধান করবেন। শনিবার জারি করা ওই প্রেস বিবৃতিতে সই রয়েছে পদ্মের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহের। সেখানে বলা হয়েছে, কমিটিতে থাকছেন বিজেপির চার সাংসদ প্রতিনিধি। এঁরা হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব দেব। তিনিই ওই কমিটির আহ্বায়ক। এছাড়া থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান সাংসদ রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ও বর্তমানে রাজ্যসভার সাংসদ ব্রিজলাল এবং মধ্যপ্রদেশের রাজ্যসভা সাংসদ কবিতা পাতিদার। প্রেস বিবৃতিতে বলা হয়েছে, এই চার সদস্যের কমিটি পশ্চিমবঙ্গে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবে বিজেপি শীর্ষ নেতৃত্বকে।
  • Link to this news (আজকাল)