• আলিপুর আবহাওয়া দপ্তর এবং রবীন্দ্রনাথ ঠাকুর
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • তীর্থঙ্কর দাস: রবীন্দ্রনাথ এবং আলিপুর আবহাওয়া দপ্তর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরে ঢুকলেই প্রথমে চোখে পড়বে একটি লালবাড়ি। লাল এই বাড়িতেই থাকতেন ব্রিটিশ আমলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান আবহাওয়াবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশ l প্রশান্তচন্দ্র মহলানবিশের স্ত্রী নির্মল কুমারী মহলানবিশের আত্মীয় ছিলেন কবিগুরু। আলিপুরে আসা-যাওয়া লেগে থাকত রবীন্দ্রনাথ ঠাকুরের। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত যেমনটা জানিয়েছেন, আবহাওয়া দপ্তরে একটি বটগাছের তলায় বসে কবিগুরু একাধিক কবিতা এবং গল্প লিখেছিলেন যার মধ্যে অন্যতম হলো রক্তকরবী নাটকের একটি বিশেষ অংশ। বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ বট বৃক্ষটির সামনে একটি মঞ্চ গড়া হয়েছে, নাম 'মুক্তধারা মুক্তমঞ্চ'। শুধু তাই নয় আলিপুর আবহাওয়া দপ্তরের বট গাছের অংশটি বাঁধানো হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং রবীন্দ্রনাথের নিবিড় সম্পর্কের ব্যাপারে অবগত করতেই বটবৃক্ষ সহ আলিপুর আবহাওয়া দপ্তরের কিছুটা অংশ রূপায়ন করা হয়েছে।
  • Link to this news (আজকাল)