• Shootout: ‌কলকাতায় শুটআউট, গুলিবিদ্ধ যুবক
    আজকাল | ১৫ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শহর কলকাতায় চলল গুলি। কলকাতার ‌‌কিডস্‌ স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে শুক্রবার মধ্যরাতে চলল গুলি। গুলিবিদ্ধ হন এক যুবক। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক।পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১২টা নাগাদ পার্ক স্ট্রিট থানা এলাকার কিডস্‌ স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে আচমকা গুলি চলে। দুই গোষ্ঠীর মধ্যে বচসাকে কেন্দ্র করেই এই ঘটনা। বাইকের রেষারেষি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে শুক্রবার বিকেল সাড়ে ৪টে নাগাদ বাইক নিয়ে রেষারেষিতে জড়িয়ে পড়েছিল দুই গোষ্ঠী। সেই ঝামেলাই গড়ায় রাত অবধি। গুলিবিদ্ধ যুবকের নাম এখলাস বেগ (‌২৯)‌। মির্জা গালিব স্ট্রিটের বাসিন্দা ওই যুবককে গুলি করার অভিযোঘ উঠেছে সোনা নামের এক যুবকের বিরুদ্ধে। গুলি লেগেছে যুবকের ডান পায়ে। অভিযুক্ত সোনা বেনিয়াপুকুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। একাধিক অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে, জখম যুবকের বয়ান রেকর্ড করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে শনিবার। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। 
  • Link to this news (আজকাল)