India-Canada: বৃষ্টির জন্য পিছিয়ে গেল টস, আটটায় পরবর্তী মাঠ পর্যবেক্ষণ...
আজকাল | ১৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কাই সত্যি হল। বৃষ্টির জন্য পিছিয়ে গেল টস। সাড়ে সাতটায় টস হওয়ার কথা ছিল, আটটায় ম্যাচ। কিন্তু ভারতীয় সময় রাত আটটায় পরবর্তী মাঠ পর্যবেক্ষণ। তারপর জানা যাবে খেলা কখন শুরু হবে। শুক্রবার বৃষ্টির জন্য ফ্লোরিডার এই মাঠেই ভেস্তে যায় মার্কিন যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ। যার ফলে ছিটকে যায় পাকিস্তান। এদিনও আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে টসের নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে যায়। কিন্তু আউটফিল্ড ভেজা আছে। চলছে সুপার সপার। সেই কারণেই টস পিছিয়ে যায়। তবে পিচ কভার সরিয়ে ফেলা হয়েছে। চলছে চারটে সুপার সপার। তবে ফ্লোরিডায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ভারত-কানাডা ম্যাচের ভাগ্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও মাঠে ওয়ার্ম আপ করতে দেখা যাচ্ছে রোহিত, বিরাট, হার্দিকদের।