• পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হবে বাবর সহ বাকি সিনিয়রদের!...
    আজকাল | ১৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার কোপ পড়তে পারে বাবর আজমের ওপর। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার দ্বিতীয় রাউন্ডে যেতে পারল না পাকিস্তান। প্রচণ্ড ক্ষুব্ধ ফ্যানরা। গোটা দলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন ভক্তরা। বাদ যায়নি নির্বাচকরাও। পুরো খোল-নলচে বদলে ফেলার দাবি জানানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর ভারতের কাছে হারে দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল বাবরদের। বৃষ্টির জন্য আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ায়, এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে ছিটকে যায় পাকিস্তান। সবাইকে সরিয়ে নতুন সিস্টেম তৈরি করার দাবি জানাচ্ছে ফ্যানরা। দলবাজি পাকিস্তান ক্রিকেটকে শেষ করে দিয়েছে। পাকিস্তান সুপার লিগে ভাল পারফরমেন্স সত্ত্বেও অনেকে বিশ্বকাপের দলে জায়গা পায়নি। নিজের পছন্দের প্লেয়ারদের বেছে নেয় অধিনায়ক। দলের মধ্যে এই দলবাজি বন্ধ না করার জন্য পিসিবিকে একহাত নেয় প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকাররা। অনেকেই দাবি করছে, এই দলের ক্রিকেটারদের অন্তত দু'বছর ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। তার আগে জাতীয় দলে সুযোগ দেওয়াই উচিত নয়। বাবরের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ম্যাচের বোধ নিয়েও। অনেক তরুণ প্রতিভা দলে থাকা সত্ত্বেও সুযোগ পায়নি। আগামী কয়েকদিন পাকিস্তানের পারফরম্যান্সের কাটাছেঁড়া করা হবে। তারপর কড়া সিদ্ধান্ত নেবে পিসিবি। বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানান, দলে বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন আছে। প্লেয়ারদের কেন্দ্রীয় চুক্তি বাতিলের ইঙ্গিতও দেন। এই তালিকায় রয়েছেন বাবর আজম এবং বাকি সিনিয়র ক্রিকেটাররা। 
  • Link to this news (আজকাল)