Pakistan Cricket: দেশে ফিরবেন না আজম খান, কারণ জানেন? সোশ্যাল মিডিয়ায় মজার বার্তায় ছয়লাপ...
আজকাল | ১৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর একদিকে যেমন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, তেমনই অন্যদিকে সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে মজার মজার বার্তায়। মিমের শেষ নেই ইন্টারনেটে। সঙ্গে হ্যাশট্যাগ। তারমধ্যে সবচেয়ে প্রচলিত বার্তা, 'বাই বাই পাকিস্তান।' অনেকেই বাবরদের গুডবাই জানায়। আবার কেউ কেউ লেখেন, 'কুদ্রাত কা নিজাম।' তারমধ্যে সবচেয়ে নজরকাড়া বার্তা, আজম খানকে নিয়ে করা একটি টুইট। এক্স হ্যান্ডেলে একজন লেখেন, 'আজম খান দলের সঙ্গে পাকিস্তানে ফিরবেন না। কারণ ওর এখনও ফ্লোরিডার সব রেস্তোরাঁ ঘুরে দেখা হয়নি।' মঈন খানের ছেলেকে নিয়ে করা এই বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এমনিতেই কানাডার বিরুদ্ধে তাঁকে খেলানো নিয়ে প্রশ্ন উঠেছিল। শেষমেষ ভারতের বিরুদ্ধে বাদ পড়েন তিনি। কিন্তু তাতে পাকিস্তানের ভাগ্য ফেরেনি। মার্কিন যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ৪ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে চলে যায় আমেরিকা। ভারতের পর গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ আটে মার্কিনিরা।