• মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশংসা, বাবরদের কটাক্ষ কিংবদন্তির...
    আজকাল | ১৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর বাবরদের তুলোধোনা করলেন ওয়াসিম আক্রম। বরং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূয়সী প্রশংসা করেন কিংবদন্তি ক্রিকেটার। ভারতের কাছে হার বাদ দিলে নবাগত হিসেবে টি-২০ বিশ্বকাপে যথেষ্ট ভাল খেলেছে আমেরিকা। রোহিতদেরও চ্যালেঞ্জ ছুড়ে দেয় মার্কিনিরা। আইসিসির পোস্ট করা একটি ভিডিওতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলের সমর্থনে কথা বলতে শোনা যায় পাকিস্তানের প্রাক্তন তারকাকে। স্পষ্ট জানিয়ে দেন, পাকিস্তানকে হারানোর পর তাঁরা পরের রাউন্ডে যাওয়ার দাবিদার হয়ে যায়। একই সঙ্গে খোঁচা মারেন বাবরদের। আক্রম বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রের পরের রাউন্ডে যাওয়া উচিত। ওদের অভিনন্দন। ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রয়াসে ওরা দারুণ পারফর্ম করেছে। সুপার এইটের যোগ্যতা অর্জন করে দেখিয়ে দিয়েছে। ওদের এটা প্রাপ্য। গ্রুপের ম্যাচে ওরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। সেই কারণেই ওরা আজ এখানে। আমেরিকা যখন পরের রাউন্ডের প্রস্তুতি নেবে, পাকিস্তান দল তখন বাড়ি ফেরার পথে দুবাইগামী বিমানে থাকবে। সেখান থেকে সবাই নিজেদের শহরে চলে যাবে। তারপর কী হয়, সেটা দেখার অপেক্ষায়।' আগের বছর ৫০ ওভারের বিশ্বকাপে ব্যর্থতার পর টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়। শোচনীয় অবস্থা পাকিস্তান ক্রিকেটের। খোল-নলচে বদলে ফেলতে না পারলে হারানো জৌলুস ফিরবে না। 
  • Link to this news (আজকাল)