• কেন্দ্রের সংবাদমাধ্যমের ওপর নজরদারির বিরোধিতা প্রেস ক্লাবের...
    আজকাল | ১৬ জুন ২০২৪
  • বীরেন ভট্টচার্যের, দিল্লি: সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ করছে কেন্দ্র। এই অভিযোগ তুলে এই সম্পর্কিত বিলের বিরোধিতা করে বিবৃতি জারি করল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। মোদি সরকারের আনা চারটি বিল অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। এই দাবিকে সমর্থন জানিয়েছে ইন্ডিয়ান জার্নালিষ্ট ইউনিয়ন, দিল্লি ইউনিয়ন জার্নালিষ্ট, ডিজিপাব নিউজ ফাউন্ডেশন, ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন, ওয়ার্কিং নিউজ ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ওয়মেনস প্রেস কর্পস, কোগিটো মিডিয়া ফাউন্ডেশন, কলকাতা, মুম্বইয়, তিরুঅন্তপুরম এবং চণ্ডীগড়।প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়েছে, "ব্রডকাষ্ট সার্ভিসেস রেগুলেশন বিলটিতে, ওটিটি সহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মের ওপর নজরদারির বিধি জোরদার করা হয়েছে।" পাশাপাশি রেজিষ্ট্রেশন, কনটেন্টের মূল্যায়ন কমিটি এবং ত্রিস্তরীয় নজরদারির ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। প্রেস ক্লাব এবং ডিজিটাল সংবাদমাধ্যম সংস্থাগুলির বক্তব্য, এই বিলগুলির মধ্য দিয়ে সংবাদমাধ্যমে নজরদারির পথ পোক্ত করা হয়েছে। প্রেস ক্লাবের বক্তব্য, ডিজিটাল পার্সোনেল ডাটা প্রোটেকশন আইনে তথ্যের অধিকার খর্ব করা হয়েছে। বিবৃতিতে দাবি তোলা হয়েছে, ডিজিটাল পার্সোনেল ডাটা প্রোটেকশন আইনের যে সমস্ত বিধি তথ্যের অধিকার আইন খর্ব করে, সেগুলি সংশোধন অথবা প্রত্যাহার করতে হবে। ব্রডকাষ্ট সার্ভিসেস রেগুলেশন বিল, ডিজিটাল পার্সোনেল ডাটা প্রোটেকশন আইন, প্রেস অ্যান্ড রেজিষ্ট্রেশন অফ পিরিওডিক্যালস আইন এবং তথ্যপ্রযুক্তি সংশোধন আইনের বিরোধিতা করেছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া।
  • Link to this news (আজকাল)