Heatwave: জুনেও তীব্র তাপপ্রবাহে পুড়ছে উত্তর ভারত, দিল্লি, উত্তরপ্রদেশে লাল সতর্কতা ...
আজকাল | ১৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: নেই স্বস্তি। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই। তীব্র দাবদাহ অব্যাহত উত্তর ভারতের সব রাজ্যে। আগামী পাঁচ দিন আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার মৌসম ভবন জানিয়েছে, ১৯ জুন পর্যন্ত উত্তর ভারতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। দিল্লি ও উত্তরপ্রদেশে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এর জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাবে তীব্র তাপপ্রবাহ এবং উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু, ছত্তিশগড়ের একাংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। অন্যদিকে দক্ষিণ ভারত ও উত্তর পূর্বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ১৯ জুন পর্যন্ত অসম ও মেঘালয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিহার ও ওড়িশার একাংশে ১৭ জুন থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, আন্দামান ও নিকোবর, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, তেলেঙ্গানায়।