• ইন্দিরাকে ভারত জননী বললেন বিজেপির মন্ত্রী
    আজকাল | ১৬ জুন ২০২৪
  • বীরেন ভট্টাচার্য,দিল্লি : ইন্দিরা গান্ধী ভারত জননী। বক্তব্য কোনও কংগ্রেসের নেতা কর্মী সমর্থকের নয়। কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর এই বক্তব্য এখন ভাইরাল। গান্ধী পরিবারের সদস্যদের সম্পর্কে বেশিরভাগ সময়েই নানান কটাক্ষ করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মন্ত্রিসভার সদস্যদের। এবার সেই এনডিএ মন্ত্রিসভার সদস্যের মুখেই দেশের প্রয়াত এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রীর প্রশাংসা অস্বস্তির কারণ হয়েছে বিজেপির।সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কেরলে সুরেশ গোপীর মাধ্যমে ত্রিসুর আসনটি জিতেছে বিজেপি। ফলে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য করেছে বিজেপি। সম্প্রতি কেরলের পানকুন্নামে রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী কে করুণাকরনকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন সুরেশ গোপী। সেখানেই সাংবাদিকদের সামনে ইন্দিরা গান্ধীকে ভারত জননী বলে মন্তব্য করেন। একইসঙ্গে কে করুণাকরনকে খুবই সাহসী এবং আগ্রাসী প্রশাসক বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিসুর লোকসভা আসনে করুণাকরনের ছেলে এবং কংগ্রেস প্রার্থী কে মুরলীধরণকে পরাজিত করেছেন সুরেশ গোপী। যদিও কেন্দ্রীয় মন্ত্রিসভায় সামিল হওয়ার পর তাঁর বাবাকেই শ্রদ্ধা জানিয়ে ভুয়শী প্রশংসা করেন তিনি। পাশাপাশি প্রয়াত মুখ্যমন্ত্রীকে নিজের রাজনৈতিক গুরু বলেও সম্মোধন করেছেন গোপী। তবে শুধুমাত্র কংগ্রেসের করুণাকরনকেই নয়, মাক্সবাদী নেতা ইকে নায়ানারকেও নিজের রাজনৈতিক গুরু বলে সম্মোধন করেছেন তিনি। বাম নেতার স্ত্রীকে আম্মা বলেও সম্মোধন করেছেন সুরেশ গোপী।
  • Link to this news (আজকাল)