আজকাল ওয়েবডেস্ক : অস্বস্তিতে বৈভব কুমার। আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্থা করার জেরে বাড়ল জেল হেফাজতের মেয়াদ। আগামী ২২ জুন পর্যন্ত জেলেই কাটাতে হবে বৈভবকে। ১৩ মে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হেনস্থা করা হয় আপ সাংসদ স্বাতী মালিওয়ালকে। এরপরই স্বাতীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় কেজরিওয়ালের আপ্তসহায়ক বৈভব কুমারকে। যদিও আপের পক্ষ থেকে বিষয়টিতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হয়েছিল। আপের দাবি ছিল বিজেপি এর সঙ্গে জড়িত রয়েছে। কিন্তু খোদ আপের সাংসদকে যেভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে হেনস্থা করা হয় তারপর আপের নেতারা ঢোঁক গিলে নেন।