Bagnan: বাগনানে রাইস মিলের বয়লার বিস্ফোরণ, আহত ৮ শ্রমিক
আজকাল | ১৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বাগনানে রাইস মিলে ভয়াবহ বিস্ফোরণ। মিলের বয়লার বিস্ফোরণে আহত হলেন কমপক্ষে ৮ শ্রমিক। শনিবার ঘটনাটি ঘটেছে বরুণদা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মিলে কাজ করছিলেন দশ জন শ্রমিক। আচমকাই বয়লার ফেটে যায়। এদিক ওদিক ছিটকে পড়েন শ্রমিকরা। বিস্ফোরণে বয়লার সহ মিলের একাংশ ভেঙে পড়ে। বিস্ফোরণের বিকট শব্দ শুনে ছুটে আসেন অন্যান্য শ্রমিকরা। তাঁরাই আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত ৮ শ্রমিকের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হচ্ছে। একজন শ্রমিক উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে এবং আরেকজন বাগনান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল। কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের জেরে রাইস মিলের আশেপাশের কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে পড়েছে, দেওয়ালেও ফাটল ধরেছে।