• BJP: বঙ্গ বিজেপির বৈঠকে নেই শুভেন্দু, হাজির দিলীপ
    আজকাল | ১৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : লোকসভা ভোটের পর শনিবার প্রথম বৈঠকে বসলেন রাজ্য বিজেপির নেতারা। ভোটের ফলাফল পর্যালোচনা, উপনির্বাচনের প্রার্থী বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ আলোচনা হয় সেই বৈঠকে। তবে বৈঠকে উপস্থিত ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কোচবিহারে ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছেন। ভোটের ফল প্রকাশের পর দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জিদের মত সিনিয়র নেতারা নাম না করে কাঠগড়ায় তুলেছেন শুভেন্দুকে। বঙ্গে বিজেপির বিপর্যয়ের পরে ঘরে-বাইরে প্রবল আক্রমণের মুখে পড়েন শুভেন্দু। তাছাড়া, বঙ্গ বিজেপির অন্দরে সমান্তরাল সংগঠন চালানোর অভিযোগও রয়েছে শুভেন্দুর বিরুদ্ধে। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের অন্দরে যে লোকলভা ভোটের ফলাফল নিয়ে দড়ি টানাটানি চলছে। শনিবার দলীয় বৈঠকে শুভেন্দুর অনুপস্থিতি সেই দ্বন্দ্বের তত্ত্ব আরও উসকে দিল।  
  • Link to this news (আজকাল)