• Education Fair: ইঞ্জিনিয়ারিং, এ আই, রোবোটিক্স, গেমিং পড়ার ঝোঁক বাড়ছে...
    আজকাল | ১৬ জুন ২০২৪
  • কৌশিক রায়: নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৪। শনিবার থেকে শুরু হয়ে এই কেরিয়ার মেলা চলবে সোমবার পর্যন্ত। প্রথমসারির এই কেরিয়ার শিক্ষা মেলার প্রথম দিনেই ভিড় ছিল চোখে পড়ার মত। বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা এসেছিলেন ভবিষ্যতের কেরিয়ার গড়ার ব্যাপারে কাউন্সেলিংয়ের জন্য। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া গ্রুপ, জেআইএস গ্রুপ, রাইস, ব্রেনওয়ারের মত প্রতিষ্ঠানের স্টলে ভিড় দেখা গিয়েছে এদিন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ মালা রায়, রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম, টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপার্সন মানসী রায়চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টরা। টেকনো ইন্ডিয়া গ্রুপের কো চেয়ারপার্সন মৌ রায়চৌধুরী স্মরণে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা। ১ মিনিট নীরবতা পালন করা হয়। মঞ্চে রাখা তাঁর ছবিতে মাল্যদান করেন ফিরহাদ হাকিম। পড়ুয়াদের জন্য একাধিক নয়া বিষয়ের তালিকা নিয়ে হাজির বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ। তাঁদের মতে‌, ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, গেমিংয়ের মত বিষয়গুলিতে পড়ুয়াদের ঝোঁক বেশি। এই ধরনের বিষয়গুলিতে যাতে বেশি জোর দেওয়া যায় সেই দিকে নজর দিচ্ছেন তাঁরা। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক অনির্বাণ মিত্র জানান, 'এখনকার পড়ুয়াদের ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সের দিকে ঝোঁক রয়েছে। তবে এটা ছাড়াও মাস কমিউনিকেশন, সাইকোলজি, নিউট্রিশন, আইন, সব বিষয়েই ভর্তি চলছে। আমাদের কাছে বিষয়ের প্রচুর বিকল্প রয়েছে।' মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক শাহারুল ইসলাম বলেন, 'এখন পড়াশোনার জন্য প্রচুর বিষয় রয়েছে। কিন্তু প্রচারের অভাবে অনেকে সেটা জানতে পারেন না। আমাদের প্রথম কাজ হচ্ছে সেই সমস্ত বিষয় সম্পর্কে পড়ুয়াদের অবগত করা। তবে কম্পিউটার সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরে অনেকে জোর দিচ্ছেন। তাঁরা যাতে সঠিক গাইডেন্স পান সেই দিকে নজর রাখতে হচ্ছে বেশি করে।' মেলা শুরুর দিনেই রীতিমত লাইন চোখে পড়েছে নেতাজি ইনডোর স্টেডিয়ামের বাইরে। আগামী দুদিন সেই ভিড় আরও বাড়বে বলেই জানাচ্ছে মেলা কর্তৃপক্ষ।
  • Link to this news (আজকাল)