• সবার মুখে 'ম্যাজিশিয়ান' মুসিয়ালা! রইল 'বাম্বি'র পুরো বায়োডেটা, বায়ার্ন কত বেতন দেয় জানেন'
    ২৪ ঘন্টা | ১৬ জুন ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুরু হয়ে গেল ইউরো কাপ (UEFA EURO 2024)। জার্মানিতে চলবে এক মাসের মহাযজ্ঞ। ফুটবলপাগল বাঙালির ফের রাত জাগার পালা। বিশ্বকাপের পর ইউরো কাপ নিয়েই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মাতামাতি হয়। আর হওয়ার কারণও রয়েছে যথেষ্ট। এই টুর্নামেন্টে যেমন খেলার মান, তেমনই ফুটবলারদের ক্য়ারিশমা। প্রথম ম্য়াচেই আয়োজক দেশ জার্মানি ৫-১ গোলে স্কটল্য়ান্ডকে উড়িয়ে কাপযুদ্ধের বোধন মাতিয়ে দিয়েছে। আর জার্মানির হয়ে ঝলমলে ফুটবল খেলেছেন বায়ার্ন মিউনিখের (FC Bayern Munich) জামাল মুসিয়ালা (Jamal Musiala)। স্টার মিডফিল্ডার-উইঙ্গার মুসিয়ালা তাঁর ঘরের মাঠ অ্যালায়েঞ্জ এরিনায় আবার বুঝিয়ে দিয়েছেন যে, তাঁকে ভয় পেতেই হবে। ইউরোতে তিনি যে কোনও দলের রক্ষণকে নড়িয়ে দিতে পারেন তিনি। এবার ইউরোর 'নজরে তারা'র তালিকায় জুড বেলিংহ্যাম, জাভি সিমন্স, রাসমাস হইলুন, লামিন ইয়ামালের সঙ্গেই রয়েছেন মুসিয়ালা। অ্যালায়েঞ্জ এরিনায় মুসিয়ালা বারবার স্কটিশ ডিফেন্সে এফোঁড়-ওফোঁড় করে দিয়েছেন। মুসিয়ালার চাপ সামলাতে পারেননি প্রতিপক্ষের ডিফেন্ডাররা। বল এবং বলহীন তাঁর মুভমেন্ট ছিল চোখ ঝলসে দেওয়ার মতো। স্কটিশদের বিরুদ্ধে জার্মানির হয়ে দ্বিতীয় গোল এসেছে তাঁর পা থেকে। তৃতীয় গোলেও রেখেছেন নিজের বিরাট অবদান। অল্পের জন্য় পেনাল্টি আদায়ও করে ফেলতে পারতেন। ২০০৩ সালের ২৬ ফেব্রুয়ারি জার্মানির স্টুটগার্টে জন্মান মুসিয়ালার। ডাকনাম বাম্বি। এই প্রজন্মের অন্য়তম সেরা তরুণ মাঝমাঠের ফুটবলার হিসেবেই তাঁকে দেখছে ফুটবলবিশ্ব। বিশ্বমানের ড্রিবলিংয়ের সঙ্গেই তারুণ্য়ের জয়গানে জুড়েছে ভয়ংকর গতি। অনেকেরই হয়তো আজও জানা নেই যে, তিনি ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-২১ পর্যন্ত বয়সভিত্তিক ফুটবল খেলেছেন! পরে জার্মানির নাগরিক হয়েছেন। ২০২১ সালে জোয়াকিম লো'র প্রশিক্ষণাধীন জার্মানিতে তাঁর অভিষেক হয়। এখন জুলিয়ান নাগেলসম্যানের দলের অন্য়তম সেরা অস্ত্র। ইউরোর আসরে নামার আগে পর্যন্ত জার্মানির হয়ে ৭ ম্য়াচে দু'টি গোল করেছেন এবং পাঁচটি অ্যাসিস্ট  রয়েছে। 
  • Link to this news (২৪ ঘন্টা)