এক বলও হল না, বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-কানাডা ম্যাচ
আজকাল | ১৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেল ভারত-কানাডা ম্যাচ। শনিবার ফ্লোরিডায় এক বলও খেলা হল না। টসও করা সম্ভব হয়নি। ভারতীয় সময় রাত ন'টা নাগাদ খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। বেশ কয়েকবার মাঠ পর্যবেক্ষণের পর শেষপর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। শুক্রবার এখানেই ভেস্তে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ। শনিবারও বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই আশঙ্কাই সত্যি হল। এদিন ফ্লোরিডায় কানাডার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলার কথা ছিল রোহিতদের। খেলা শুরুর আগে বৃষ্টি থেমেও যায়। কিন্তু আউটফিল্ড ভেজা ছিল।
প্রথমে ভারতীয় সময় রাত আটটায় মাঠ পর্যবেক্ষণ করেন আম্পায়াররা। তারপর আরও এক ঘন্টা পরে আবার পর্যবেক্ষণ হয়। কিন্তু মাঠ তখনও ভেজা থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি। মূলত পিচ কভার এবং খারাপ নিকাশি ব্যবস্থার জন্যই খেলা শুরু করা সম্ভব হল না। ভবিষ্যতে বড় মাপের টুর্নামেন্ট আয়োজনের আগে এই বিষয়গুলো আইসিসির নজরে রাখা উচিত। প্রথম তিন ম্যাচ জিতে সুপার এইটে চলে গিয়েছে ভারত। এদিন বিরাট কোহলির ফর্মে ফেরার দিকে তাকিয়ে ছিল পুরো ভারতীয় দল। কিন্তু সেই সুযোগ পাওয়া গেল না। ফ্লোরিডা থেকে সরাসরি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি দেবেন রোহিতরা। ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটে ভারতের প্রথম ম্যাচ।