মণিপুরে মুখ্যমন্ত্রীর বাংলোর কাছে বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড
আজকাল | ১৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মণিপুরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাংলোর কাছেই এক বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার রাজধানী ইম্ফলে রাজ্যের সরকারি সচিবালয়ের কয়েক শো মিটার দূরত্বে থাকা এক বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আগুন লাগার খবর খেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। সরকারি সচিবালয় চত্বরে কীভাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।
এক বছরের বেশি সময় ধরে হিংসায় অশান্ত মণিপুর। লোকসভা ভোট পর্বেও একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। কয়েক সপ্তাহ আগে জিরিবাম জেলায় দুই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আবারও উত্তেজনা ছড়ায়। এরপরই ৩৭ নম্বর জাতীয় সড়কের উপর মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকর্মীদের কনভয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। এই হামলার ঘটনায় মোইরাংথেম আজেশ নামে এক পুলিশকর্মী আহত হন।