Bengaluru: সাড়ে তিন বছরের অটিস্টিক কন্যাকে খুন, থানায় আত্মসমর্পণ মায়ের ...
আজকাল | ১৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: অটিস্টিক কন্যার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। এর জেরেই সাড়ে তিন বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন করল মা। খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে ৩৫ বছরের তরুণী। শনিবার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ঘাতক তরুণী দুই কন্যাসন্তানের মা। দুইজনেই অটিজমে আক্রান্ত। সাড়ে তিন বছরের কন্যা গুরুতর অটিজমে আক্রান্ত ছিল। থানায় আত্মসমর্পণ করে তরুণী জানায়, কন্যার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগত সে। আদৌ কোনও স্কুলে ভর্তি হতে পারবে কি না, তা নিয়েও চিন্তায় থাকত। দুই সন্তানের অটিজম থাকায় গত কয়েক মাস ধরেই অবসাদে ভুগত। স্বামী বিদেশে কর্মরত। অবসাদের জেরেই চরম পদক্ষেপ নেয় বলে জানিয়েছে সে। দুদিন আগে সাড়ে তিন বছরের মেয়েকে গলা টিপে খুন করে শুভ্রমান্য নগর থানায় এসে জানায় তরুণী। ঘাতক তরুণীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। শিশুর দেহ ময়না তদন্তের পর আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে।