• বাগনানের রাইস মিলে বয়লার বিস্ফোরণ, আহত ৮ শ্রমিক
    দৈনিক স্টেটসম্যান | ১৬ জুন ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি : বাগনান থানার বরুণদা এলাকার একটি রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় ৮ জন শ্রমিক আহত হয়েছেন৷ এই বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে আশপাশের এলাকা৷ ভেঙেছে একাধিক বাড়ির জানালার কাচ৷ মিলের বিভিন্ন জিনিস এদিক ওদিক ছিটকে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি-ঘর৷ দুর্ঘটনার পর এলাকায় পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ বাকি ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে৷ এই ২ শ্রমিকের মধ্যে একজনকে বাগনান হাসপাতালে এবং অপরজনকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ৷

    রাইস মিলের বয়লারে অত্যধিক তাপ তৈরি হওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করছেন দমকল বাহিনীর কর্মীরা৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, কয়েক কিলোমিটার পর্যন্ত এর আওয়াজ শুনতে পাওয়া যায়৷ কয়েক কিলোমিটার দূরের এলাকাতেও অনুভূত হয় কম্পন৷ আশপাশে বহু বাড়ির দেওয়ালেও ফাটল ধরেছে বলে অভিযোগ উঠেছে৷ ওরফুলির গ্রাম পঞ্চায়েত সদস্য লাল্টু পাল বলেন, “কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ওই কারখানায় কোনও দেখভাল ছিল না৷”

    বিস্ফোরণের সময় ওই মিলে প্রায় ১০ জন শ্রমিক কাজ করছিলেন৷ জানা গেছে, দুর্ঘটনার জেরে বয়লার সহ পাশের গোটা কাঠামোটাই ভেঙে গেছে৷ চারিদিকে ছিটকে পড়েছে ইট, টিন, রড সহ মিলের বিভিন্ন জিনিসপত্র৷ এরফলে ভেঙেছে আশপাশের বাড়ির জালার কাচ, টালির চাল ইত্যাদি৷ গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷ কর্তৃপক্ষের তরফে সুচন্দন বসু বলেন, “আমরা রক্ষণাবেক্ষণ করি ঠিকই৷ এটি একটি দুর্ঘটনা৷”
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)