• ভয়ংকর! ওয়াটার পার্কে শিশুদের উপর চলল দেদার গুলি
    ২৪ ঘন্টা | ১৬ জুন ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রে মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের বৃহত্তম শহর ডেট্রয়েটের একটি ওয়াটার পার্কে ১০ জনের উপর প্রকাশ্য গুলি চালানো হয়। তাদের মধ্যে দুজন ছেলেমেয়ে গুরুতর আহত হয়। যার একজনের বয়স মাত্র ৮ বছর। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায়।ওকল্যান্ড কাউন্টি শেরিফ মাইকেল বাউচার্ড বলেছেন, বন্দুকধারী সেই ওয়াটার পার্কের কাছের একটি বাড়ির ভিতরে লুকিয়ে ছিল। সেই বাড়ি থেকে বন্দুকবাজকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। ইতোমধ্যে সেই বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিস। পুলিস জানিয়েছে, রচেস্টার হিলসের ব্রুকল্যান্ডস প্লাজা স্প্ল্যাশ প্যাডে গুলির ঘটনায় ১০ জন ভুক্তভোগী আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ব্যক্তির ব্যবহৃত বন্দুকটি উদ্ধার করা হয়েছে।

    ওকল্যান্ড কাউন্টির শেরিফ মাইকেল বাউচার্ড এক সংবাদ সম্মেলনে বলেন, মিশিগানের রচেস্টার হিলসের ব্রুকল্যান্ড প্লাজা স্প্ল্যাশ প্যাড পার্কের সামনে বিকেল ৫টায় একজন ব্যক্তি একটি গাড়ি থেকে নামে। হঠাৎই ৯ মিমি সেমি থেকে প্রায় ৩০টি গুলি চালায়। পুলিস কর্মকর্তা এ-ও জানিয়েছেন, যে ওই ব্যক্তি বেশ কয়েকবার বন্দুক লোডও করে।পুলিস এক্স হ্যান্ডেলের একটি সতর্কবার্তা পোস্টে জানিয়েছে, 'আমাদের রচেস্টার হিলসের অবার্নের স্প্ল্যাশ প্যাডে একজন সক্রিয় শুটার ছিল। জায়গাটিতে এখনও আমাদের তদন্ত চলছে। আমরা সম্ভবত সন্দেহভাজন ব্যক্তিকে কাছাকাছি থাকতে পেরেছি, তবে আমরা এই মুহুর্তের জন্য লোকেদের এলাকা থেকে দূরে থাকার জন্য বলেছি। একাধিক আহতদের আমরা সেখান থেকে উদ্ধার করেছি।রচেস্টার হিলসের মেয়র ব্রায়ান কে বার্নেট বলেছেন যে, 'পুলিস হামলার জায়গাটি সুরক্ষিত করেছে। রচেস্টার হিলস ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে রয়েছে। সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ। আহতদের প্রার্থনা জানাচ্ছি। আমাদের কাছে তথ্য এলে আরও আপডেট শেয়ার করব।'গুলি চালানোর পিছনে উদ্দেশ্য এখনও জানা যায়নি বলেই পুলিস জানিয়েছে। এর আগে ২০২১ সালে এই ধরণের ঘটনা ঘটে অক্সফোর্ড টাউনশিপে। যেখানে এক স্কুলে দেদার গুলি চালায় দুষ্কৃতীরা। যার ফলে ঘটনাস্থলে ৪ জন ছাত্রের মৃত্যু হয় এবং অক্সফোর্ড হাই স্কুলের ৬ জন ছাত্র এবং একজন শিক্ষক গুরুতর আহত হয়। ২০২৪ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রের এখনও পর্যন্ত ২১৫টিরও বেশি গুলি চালানোর ঘটনা সামনে এসেছে। 
  • Link to this news (২৪ ঘন্টা)