• Mecca: মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু
    আজকাল | ১৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রবল গরমের কারণে মক্কায় হিটস্ট্রোকে ৬ হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতরা সবাই জর্ডানের নাগরিক। জর্ডানের বিদেশ মন্ত্রণালয় শনিবার এই তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতি মন্ত্রণালয় বলেছে, মৃতদের সৎকার প্রক্রিয়া এবং মৃতদেহ ফিরিয়ে আনার ব্যাপারে তাঁরা জেদ্দার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছেন।উল্লেখ্য, সৌদির কর্মকর্তারা আগেই সতর্কতা জারি করেছিলেন, তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মুসল্লি পাপমুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে এবার পবিত্র হজ পালন করেছেন। তাঁরা গতকাল সূর্যোদয়ের পর মিনা থেকে ট্রেনে, বাসে ও পায়ে হেঁটে রওনা হন আরাফাতের ময়দানের দিকে। সৌদির পরিসংখ্যান বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর ১৮ লাখ মানুষ সারা বিশ্ব থেকে হজ পালনে অংশ নিয়েছেন।
  • Link to this news (আজকাল)