Elon Musk: ইভিএম বাতিলের দাবি তুললেন ইলন মাস্ক, সমর্থন রাহুল গান্ধীর...
আজকাল | ১৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: এবার ইভিএম বাতিলের দাবি তুললেন এক্স কর্ণধার ইলন মাস্ক। বিশ্বের অন্যতম নেতাকে সমর্থন করে পোস্ট করলেন রাহুল গান্ধীও। সদ্য লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে। তার দুই সপ্তাহ পর ফের বিতর্ক উঠল ইভিএম নিয়ে। এক্স হ্যান্ডেলে মাস্ক দাবি করেছেন, নির্বাচনের ক্ষেত্রে দ্রুত ইভিএম বাতিল করে উচিত। বর্তমানে যা টেকনোলজি উন্নত হয়েছে, ইভিএম হ্যাক করার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সম্প্রতি, পুয়ের্তো রিকোর নির্বাচনে ইভিএম হ্যাকের খবর মিলেছে। তারপরেই এই পোস্ট করেছেন ইলন মাস্ক। মাস্কের পোস্টকে সমর্থন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কংগ্রেস সাংসদের দাবি, মাস্কের ইভিএম বাতিলের দাবি ভারতেও প্রাসঙ্গিক।