• Meeting : ইতালিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে কী বললেন কানাডার প্রধানমন্ত্রী?...
    আজকাল | ১৬ জুন ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : কানাডার মাটিতে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং মৃত্যু নিয়ে ভারত কানাডা সম্পর্ক বেশ খানিকটা অবনতি হয়েছিল। তবে ইতালির মাটিতে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সেই সমস্যা অনেকটাই সমাধান হয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। এগুলি তিনি সবার সামনে বলতে চান না। তবে দুই দেশের সম্পর্ক যে অনেকটাই উন্নতি করবে তা বলার অপেক্ষা রাখে না। আগামীদিনে ভারত এবং কানাডা একসঙ্গে হাত মিলিয়ে কাজ করবে। প্রসঙ্গত, এর আগেও এই ইস্যু নিয়ে ভারতের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছিল কানাডা। এবার আগামীদিনে এর জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।
  • Link to this news (আজকাল)