Diamond : সুরাট বিমানবন্দর থেকে উদ্ধার ২ কোটি টাকার হীরে, গ্রেপ্তার ১...
আজকাল | ১৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : সুরাটের বিমানবন্দর থেকে উদ্ধার হল ২ কোটি টাকার হীরে। দুবাইগামী এক ভারতীয় যাত্রীর কাছ থেকে এই হীরে উদ্ধার করা হয়। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম সঞ্জয়ভাই মোরদীয়া। জুতো এবং প্যান্টের বিশেষ জায়গায় এই হীরে পাচার করছিল সে। তবে সিআইএসএফ জালে পড়ে যায় সে। প্রথমে তাঁকে রুটিন চেকআপ করা হয়। কিন্তু পরে সন্দেহ হওয়ার পর তাঁর পুরো দেহ স্ক্যান করা হয়। এরপরই হীরে সকলের নজরে আসে। মোট ১০৯২ গ্রাম হীরে পাওয়া গেছে। তাঁকে কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।