আজকাল ওয়েবডেস্ক: বিহারের গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪। ঘটনাটি ঘটেছে বিখ্যাত 'উমা নাট গঙ্গা ঘাটে'। স্থানীয় সূত্রে খবর, নৌকায় মোট ১৭ জন যাত্রী ছিলেন। তাঁদের বেশির ভাগই সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছে যান। খবর পেয়ে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে একটি দল পাঠিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি অভিযান চালায়। উদ্ধারকার্য চলাকালীন এখনও পর্যন্ত কোনো মৃতদেহ উদ্ধার করা যায়নি।