Water : দিল্লির প্রধান জলের পাইপলাইনে নজরদারি বাড়াতে পুলিশ কমিশনারকে চিঠি দিলেন আতিশী ...
আজকাল | ১৬ জুন ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : প্রবল তাপপ্রবাহের মধ্যে দিল্লিতে চলছে পানীয় জলের হাহাকার। দিল্লির জলমন্ত্রী আতিশী তাই এবার চিঠি দিলেন পুলিশ কমিশনার সঞ্জয় আরোরাকে। সেখানে তিনি লেখেন, দিল্লির প্রধান জলের পাইপলাইনে আগামী ১৫ দিন বিশেষ নজরদারি করা হোক। জল নিয়ে যেন কেউ নিজের ফায়দা তুলতে না পারে। কোনোভাবেই জলের কালোবাজারি যেন না হয়। এর পাশাপাশি আপের পক্ষ থেকে কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে দেখা করতে যাওয়া হয়। তবে তিনি না থাকায় তার সঙ্গে দেখা করতে পারেনি আপ নেতারা। বিষয়টিকে যথেষ্ট দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন আপ নেতৃত্বে।